চট্টগ্রামে সিআরবির পাশে হবে ৪৮৬ কোটি টাকার হাসপাতাল

সঙ্গে ১০০ আসনের মেডিকেল কলেজ

চট্টগ্রামে রেলের অব্যবহৃত জমিতে হাসপাতাল ও মেডিকেল কলেজ করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। চট্টগ্রামের সিআরবির পাশে ছয় একর জমিতে ৪৮৬ কোটি টাকা ব্যয়ে নতুন এই হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণ করা হবে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি বলেন, ‘সভায় এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।’

পিপিপির গাইডলাইন অনুয়ায়ী চট্টগ্রামে ৫০০ শয্যার একটি হাসপাতাল এবং ১০০ আসনের একটি মেডিকেল কলেজ হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘রেলওয়েতে প্রথম একটি পিপিপি প্রকল্প হল। আগামী দিনে রেলের জমিগুলো এভাবে প্রকল্প নিয়ে ব্যবহার করব।’

এ প্রকল্পের বাজেটের বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেন, ‘এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৪৮৬ কোটি টাকা। এটি ৫০ বছর মেয়াদী হবে। এরপর চুক্তি অনুযায়ী ৫০ বছর পর হাসপাতালটি রেলের হয়ে যাবে।’

দেশের বিভিন্ন স্থানে রেলের যে জমি রয়েছে তা রেলের উন্নয়নের জন্য কাজে লাগবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘সেই পরিত্যক্ত জমিগুলো আমরা কিভাবে আরও ভালোভাবে ব্যবহার করতে পারি সেটার জন্য বর্তমান সরকারের নীতি অনুয়ায়ী উন্নয়ন প্রকল্পগুলোর ৩০ শতাংশ পাবলিক-প্রাইভেট পাটনারশিপে নেওয়া হয় এবং প্রধানমন্ত্রীর অফিস থেকেই এগুলো দেখভাল করা হয়।’

দলীয় ব্যানারে জমি দখলদারদের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা দলমত নির্বিশেষে রেলের জায়গাগুলো রেলের অধীনে নিয়ে আসছি। এগুলো কিভাবে ব্যবহার করা যায় আমরা সেই প্রক্রিয়া গ্রহণ করেছি। পিপিপির অধীনে বড় ধরনের কোনো প্রকল্প করা যায় সেই সুযোগও তৈরি করছি। আবার নিজেরা মার্কেট করে ভাড়া দিতে পারি সে ব্যবস্থাও করছি।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!