সাড়ে ৫শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সোয়া ৪ একর ভূমি দখলে নিলো রেলওয়ে

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনি ও টাইগারপাস এলাকায় অভিযান চালিয়ে ৫৫০টি স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ অভিযানে উদ্ধার হয়েছে ৪ একর ১৫ শতক ভূমি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দেওয়ানহাটের পলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে কলোনি ও টাইগারপাস এলাকায় অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে বিকেল ৫টা পর্যন্ত। অভিযানে টিনশেড, সেমিপাকা ঝুঁপড়ি মিলে প্রায় ৫৫০টি স্থাপনা উচ্ছেদ করে ৪ একর ১৫ শতক রেলওয়ের ভূমি উদ্ধার করা হয়।

সাড়ে ৫শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সোয়া ৪ একর ভূমি দখলে নিলো রেলওয়ে 1

অভিযানের শেষ পর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে কিছু লোক উচ্ছেদ অভিযানে বাধা দিলে কিছুটা উত্তেজনা দেখা দেয়। পরে সিএমপি পুলিশ রেলওয়ে নিরাপত্তা বিভাগের সদস্যদের তৎপরতায় বাধা সৃষ্টিকারিরা পিছু হটলে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করে।

অভিযানে রেলওয়ে প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা, বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুবউল করিম, রেলওয়ে নিরাপত্তা , সিএমপি, পিডিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

সিএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!