সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ যুবককে ধরলো র‍্যাব

চট্টগ্রামের সাতকানিয়া-বান্দরান মহাসড়ক থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের আফিমসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয় র‍্যাবের পক্ষ থেকে। যদিও আফিমসহ ওই মাদক কারবারিকে আটক করা হয় শনিবার (২৭ আগস্ট) রাতে।

আটক সুমন তংচংগ্যা (২৮) বান্দরবানের বাকিচড়া এলাকার প্রভাত তংচংগ্যার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে সাতকানিয়া কেরানীহাট থেকে বান্দরবানমুখী মহাসড়কের উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭ আগস্ট রাতে সুমনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আফিমেট আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লক্ষ টাকা বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!