সার কারখানায় বিস্ফোরণে দায়িত্ব অবহেলার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা-শিল্পমন্ত্রী

চট্টগ্রামে ইউরিয়া সার কারখানার প্লান্ট বিস্ফোরণের ঘটনায় কারও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
AMU-1-1426150154
বুধবার ( ২৪ আগস্ট) বিকেলে দুর্ঘটনাকবলিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঘটনা তদন্তে ১০ সদস্যের কমিটি করেছে বিসিআইসি। দু-এক দিনের মধ্যে কমিটি রিপোর্ট দেবে। আমরা অত্যন্ত দুমর্মাহত। প্রধানমন্ত্রীকে দুর্ঘটনার বিষয়টি অবহিত করেছি।

এর আগে, বিস্ফোরিত প্লান্ট থেকে অ্যামোনিয়া গ্যাস নিঃসরণে ক্ষতিগ্রস্ত এলাকার চিত্র ঘুরে দেখেন মন্ত্রী। এ সময়, বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, অতিরিক্ত জেলা প্রশাসক অনুপম সাহসহ ড্যাপ প্লান্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে, প্লান্ট বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করে, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসায় ব্যয়ভার বহনের আশ্বাস দেন মন্ত্রী। ঘটনাস্থল থেকে ফিরে বুধবার সন্ধ্যায় মন্ত্রী চমেক হাসপাতালে গ্যাসের কারণে অসুস্থ হওয়া রোগীদের দেখতে যান।

সোমবার রাতে আনোয়ারার রাঙ্গাদিয়া গ্রামে ডাই অ্যামোনিয়াম ফসফেট সার কারখানার তরল অ্যামোনিয়া গ্যাসের ট্যাংক বিকট শব্দে ফেটে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। প্রায় ৫০০ টন ধারণক্ষমতার ট্যাংকটিতে দুর্ঘটনার সময় প্রায় ২৫০ টন অ্যামোনিয়া গ্যাস ছিল। ছড়িয়ে পড়া গ্যাসের প্রভাবে অসুস্থ ৫২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!