সাম্প্রদায়িক অপশক্তি রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

কক্সবাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সম্মেলনে নওফেল

সাম্প্রদায়িক অপশক্তি রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সরকার সজাগ আছে। অতীতের মত অপশক্তি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তি আগের চেয়ে জোরালো হয়েছে। অতীতে অনেক সাম্প্রদায়িক সংকট দেখা দিলেও বর্তমান সরকারের সুশাসনের কারণে সকল সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির বন্ধনের মধ্য দিয়ে বসবাস করে যাচ্ছেন।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল আরও বলেন, সাম্প্রদায়িক শক্তি দেশের অভ্যন্তরে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। সারাদেশে সাম্প্রদায়িক অশুভ শক্তির যে তৎপরতা আছে, এ তৎপরতা আপাতত নিস্ক্রিয় হলেও তারা শেষ হয়ে গেছে এই কথা ভাবার কোনও কারণ নেই। সাম্প্রদায়িক অপশক্তি এখনও নানামুখী চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তাই এই অপশক্তিকে মোকাবিলায় সবাইকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।

সাম্প্রদায়িক অপশক্তি রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে 1

কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট পীযুষ কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক এমপি উষাতন তালুকদার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত।

এতে অতিথি ছিলেন সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি, কানিজ ফাতেমা আহমদ এমপি, কক্সবাজার জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাবেক মহিলা এমপি অধ্যাপিকা এথিন রাখাইন, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তব্যে রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার চক্রবর্তী, সহ-সম্পাদক সুপ্ত ভূষণ বড়ুয়া, মহিলা ঐক্য পরিষদের সভাপতি মধুমিতা বড়ুয়া, ঐক্য পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক তাপস কুমার হোড়, কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, সভাপতি মন্ডলীর সদস্য উদয় শংকর পাল মিঠু।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!