‘সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, মুক্তি নেই নগরবাসীর’

ভারী বৃষ্টি হলে নগরীর বিভিন্ন সড়ক জলমগ্ন হবে এটিই স্বাভাবিক। কিন্তু অল্প বৃষ্টিতে সড়কে হাঁটু পরিমাণ পানি হবে কে জানতো। বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়কে গিয়ে এমন চিত্র দেখা গেছে। অল্প বৃষ্টিতে সড়কে হাঁটু সমান পানি হওয়ায় অফিসগামী যাত্রীদের পড়তে হয়েছে চরম বিড়ম্বনায়।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের তথ্য মতে বৃহষ্পতিবার (৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৮ মিলিমিটার। এর মধ্যে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত।

Chattogram-2

আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ জানান, সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া আছে। আগামীকাল শুক্রবার বৃষ্টিপাত কমে আসতে পারে।

মুরাদপুর থেকে আগ্রাবাদ অফিসে যাচ্ছিলেন মনছুর আহমদ। তিনি বলেন, ‘সকালে মুরাদপুর মোড়ে এসে অবাক হয়ে যাই। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে গেছে। দিন দিন পরিস্থিতি পাল্টে যাচ্ছে। জলাবদ্ধতা থেকে আর মুক্তি মিলবে না নগরবাসীর।’

এদিকে সকাল থেকে বৃষ্টিপাতের কারণে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন কোরবানির পশুর হাটে। বৃষ্টি স্থায়ী হলে পশু বেচাকেনায় ক্রেতা এবং বিক্রেতা উভয়েই দুর্ভোগে পড়বে।

এসসি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!