চট্টগ্রামে এসে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাগ্নে নিখোঁজ, না অপহরণের শিকার?

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নেকে অপহরণের অভিযোগ করেছে স্বজনরা। তবে এটি অপহরণ নাকি নিখোঁজ সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।

সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলমকে প্রকাশ সৌরভ গত রোববার (৯ জুন) চট্টগ্রামের প্রবর্তক মোড়ের আফমি প্লাজার সামনে থেকে নিখোঁজ হন। সৌরভের বাবা ইদ্রিস হোসেন বাদি হয়ে পরদিন সোমবার পাঁচলাইশ থানায় একটি জিডি করেছেন। জিডিতে তিনি সৌরভকে অপহরণ করা হয়েছে বলে উল্লেখ করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার বিজয় বসাক বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছি। এটি অপহরণ নাকি নিখোঁজ সে বিষয়েও আমাদের সন্দেহ রয়েছে। তবে দুটি বিষয় মাথায় রেখেই আমরা কাজ করছি।’

পাঁচলাইশ থানার ওসি আবুল কাসেম ভুঁইয়া বলেন, ‘একটি আইটি কোম্পানিতে নিয়োগ হয়েছে—এমন ফোন পেয়ে ওই কোম্পানিতে যোগদানের জন্য চট্টগ্রামে এসেছিলেন সৌরভ। তিনি চট্টগ্রামের আফমি প্লাজার সামনে এসেই নিখোঁজ হন। তাকে ফোন করে এখানে ডেকে আনা হয়েছিল। ওই ফোন নম্বর নিয়ে আমরা কাজ করছি। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।’

এদিকে শুক্রবার দিবাগত রাত একটার দিকে সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন তাঁর ভাগ্নেকে অপহরণ করা হয়েছে।

ভাগ্নের ছবিসহ ফেসবুকে দেওয়া পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা) সৈয়দ ইফতেখার আলম প্রকাশ সৌরভকে গত রবিবার ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপাতালের সামনে থেকে অপহরণ করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছেও অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে। ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানিও।’

এইচটি/এডি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!