সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদ জানালেন নেতারা

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক এক সদস্যের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অনলাইন ইউটিউব চ্যানেলে ‘অপপ্রচার’ চালানোর প্রতিবাদ জানিয়েছে হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।

এক যুক্ত বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ আচার্য্য, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও নগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলাম।

নেতৃবৃন্দ বলেন, ‘ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও হাজেরা-তজু কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুল আলমের বিএনপি জামায়াত জোট সরকার আমলে সংগঠনের জন্য নির্যাতন হয়রানির শিকার হন। আন্দোলন সংগ্রামে সবসময় সরব উপস্থিতি ছিল তার। সাবেক এই ছাত্রনেতার বিরুদ্ধে আইনবিরোধী কিংবা সমাজে শান্তি শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত থাকার সত্যতা কেউ দিতে পারবে না আমাদের বিশ্বাস।’

তারা বলেন, ‘এ যাবতকালে ওয়াহিদুল আলমের বিরুদ্ধে দেশের কোনো থানায় একটি মামলা বা অভিযোগ দায়ের হয়েছে এমন নজির নেই। তবুও তাকে ‘কিশোর গ্যাং’ তকমা দিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে এক শ্রেণীর অপরাধী। আমরা মনে করি, সমাজে অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকায় হাজেরা-তজু কলেজ ছাত্রলীগের সাবেক এই সভাপতির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে হয়রানি ও ইমেজ নষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে বিশেষ মহল।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!