সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিষাক্ত সাপের কামড়ে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধুম ইউনিয়নের মধ্যম নাহেরপুর গ্রামের লালের বাপের বাড়িতে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম আজিজুল হক (৫০)। তিনি ধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে আজিজুল হক বাড়ির পাশ্ববর্তী পুকুর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যায়। এসময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে যায়। সেখানে সাপে কাটার ইনজেকশন না থাকায় দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মকর্তা কবির হোসেন বলেন, সাপে কাটা রোগীদের জন্য একটা আইসিইউর প্রয়োজন হয়। যা আমাদের এখানে নাই। সাপে কাটা রোগীদের ইনজেকশন দেওয়ার সাথে সাথে আইসিইউর প্রয়োজন হয়। এ ধরনের রোগীদের দ্রুত মেডিকেলে নিয়ে যাওয়া ভালো।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান মো. মোর্শেদ। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার ইনজেকশনটি না থাকায় আজিজুল হক মেম্বারের মৃত্যু হয়েছে। আমরা চাই দ্রুত যেন এই হাসপাতালে সাপে কাটা রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!