সাধারণ ছুটিতেও খুলশীতে চলছে ভবন নির্মাণ কাজ, নির্বিকার পুলিশ

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ভবন নির্মাণের কাজ। ওই নির্মাণাধীন ভবনে সড়ক দখল করে চলছে ইট ভাঙা। অথচ করোনা পরিস্থিতিতে শ্রমিকদের নিরাপত্তা ও সামাজিক দূরত্ব নিশ্চিত রাখতে নগরজুড়ে নির্মাণ কাজ বন্ধ রেখেছে প্রশাসন। কিন্তু খুলশী এলাকায় ভবন নির্মাণের কাজ চললেও নির্বিকার খুলশী থানা পুলিশ।

সরেজমিনে রোববার দুপুরে গিয়ে দেখা যায়, ইস্টডেল্টা বিশ্ববিদ্যালয়ের পাশে মোজাফফর নগরের তিন নম্বর সড়কের দুই নম্বর গলিতে রাস্তার উপর ইট ভাঙা হচ্ছে। ১২ থেকে ১৫ জন নির্মাণ শ্রমিক একসঙ্গেই এসব ইট ভাঙার কাজ করছেন। তাদের কারও নেই সুরক্ষা সরঞ্জামও।

নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, রোববার বা সোমবার এ ভবনের ছাদ ঢালাই হবে। তাই তারা ইট ভাঙছেন।

ওই গলির বাসিন্দা সাজিদুল হক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এক সপ্তাহের বেশী সময় ধরে তারা কাজ করছে। বাইরে থেকে শ্রমিকরা আসা যাওয়া করছে। নির্মাণ সামগ্রী আনা নেওয়া করছে। এসব কাজে সামাজিক দূরত্ব নিশ্চিতও সম্ভব না। যার কারণে ঝুঁকি তৈরি হয়েছে। কিন্তু ওই ভবনে চলছে নির্মাণ কাজ। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।’

নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রাণ তালুকদার এ বিষয়ে বলেন, ‘সামাজিক দূরত্ব নিশ্চিতে পুলিশ রাত-দিন কাজ করছে। সাধারণ ছুটিতে এমন কাজ করার কোন সুযোগ নেই। আমরা ব্যবস্থা গ্রহণ করছি।’

এফএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!