সাত দিন ধরে নিখোঁজ চট্টগ্রামের এক লোক

কাজে বেরুনোর পর সাত দিনেও খোঁজ মিলছে না চট্টগ্রামের এক ব্যক্তির। নিখোঁজ হওয়ার পরদিন এ ব্যাপারে থানায় ডায়েরি করা হলেও কোনো ফল মেলেনি।

জানা গেছে, চট্টগ্রামে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলার মো. নজির আহম্মদ (৪০) গত ২৬ জুন সকাল ৭ টায় চন্দনাইশ সদরে কাজের জন্য বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। ওইদিন থেকে আজ পর্যন্ত নিখোঁজ রয়েছেন পেশায় গ্রিল ও রাজমিস্ত্রী নাজির আহম্মদ। নাজির আহম্মদ নিখোঁজ হওয়ার ঘটনায় চন্দনাইশ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন তার ভাই। কিন্তু গত ৭ দিনেও সন্ধান মেলেনি তার।

নাজির আহম্মদের ছোট ভাই মো. ফেরদৌস চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘২৬ জুন সকাল ৭টায় কাজের যাওয়ার জন্য বের হয়ে আর ফেরেননি আমার ভাই। সেদিন থেকে উনার মোবাইলও বন্ধ। পরে ২৭ জুন আমি থানায় গিয়ে একটি নিখোঁজ ডায়েরি করি।’

ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক নজির আহম্মদের কারো সাথে কোনো ঝামেলা নেই জানিয়ে ফেরদৌস বলেন, ‘উনার সাথে কারো কোনো ঝামেলা নেই। কেন এমন হলো— এটা আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমি উনার স্ত্রীকে বারবার জিজ্ঞেস করেছি উনাদের মধ্যে কোন ঝামেলা হয়েছে কিনা। সেটাও নাকি হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘নজির আহম্মদ নিখোঁজের বিষয়টি আমরা তদন্ত করছি। আমরা তার পরিবারের সাথেও কথা বলেছি। আমরা কিছু ব্যাপার খতিয়ে দেখছি।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!