সাতকানিয়া গেস্ট ও চান্দগাঁও রেস্ট হাউসে অভিযানে ধরা ১৯ জন

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে সাতকানিয়া গেস্ট হাউস ও নিউ চান্দগাঁও রেস্ট হাউস নামের দুটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন সিএমপির মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সদস্যরা।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সুজন দাশ (২৬), মো. তানবির (৩০), প্রফুল্ল দাসসহ (৭০) নয়জন পুরুষ ও সাতজন মহিলাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

এডিসি আসিফ মহিউদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দীর্ঘদিন ধরে এই গেস্ট হাউস দুটিতে অনৈতিক কর্মকাণ্ড চলছিল এমন তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। দুটি গেস্ট হাউস থেকে ১৯ জনকে আটক করেছি।’

আটককৃতদের মধ্যে হোটেল মালিক ও কর্মচারী ৭ জনের বিরুদ্ধে মানব পাচার আইনে নগরীর চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এনজে/এআরটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!