সাতকানিয়ায় শর্টসার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি

চট্টগ্রামের সাতকানিয়ায় শর্টসার্কিটের আগুনে ৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার চরতি ইউনিয়নের দুরদুরি তালগাঁওবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, দোকানের মালামাল মিলে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা হলেন মোহাম্মদ ইউনুচ, মো. সেলিম, আবদুল করিম, মোহাম্মদ আলী, শওকত আলী, আক্তার হোসেন, মো. জয়নাল, মো. ছাবের ও মো. সিরাজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শওকত সওদাগরের দোকানের বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের সকল দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে অবস্থান করছিলেন।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মারুফ বলেন, ‘দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।’

চরতি ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডে দোকানের মালামাল ও নগদ টাকাসহ আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!