সাতকানিয়ায় মুক্তিযোদ্ধার অপমান, ৪ সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রাম প্রতিদিনে সংবাদ প্রকাশের জের

চট্টগ্রামের সাতকানিয়ায় মৃত্যুর পর মুক্তিযোদ্ধা প্রণব কুমার ধরকে রাষ্ট্রীয় সম্মাননা না দেওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় তিনি এ নির্দেশ দেন। ঘটনাটি তদন্তে ৪ সদস্যের একটি কমিটিও ঘোষণা করেন তিনি। তদন্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী।

জানা গেছে, মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রথমে প্রণব ধরের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন আবু তাহের এলএমজি। এ সময় তিনি আবারও প্রণব ধরকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন। পরে আবু তাহেরের বক্তব্যের বিরোধীতা করেন অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী।

এ সময় আলোচনায় যোগ দেন সাংসদ নদভী। তিনি বলেন, প্রণব কুমারকে আমি চিনতাম। তাকে মুক্তিযোদ্ধা হিসেবেই জানতাম। তার জীবদ্দশয়ায় কখনো যে বিতর্ক উঠেনি তার মৃত্যুর পর এই বিতর্ক কেন উঠলো তার সমাধান হওয়া দরকার। এ সময় তদন্ত কমিটি গঠন করে বিষয়টি তদন্তের নির্দেশ দেন তিনি।

সাতকানিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী
সাতকানিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী

পরে এ বিষয়ে মুক্তিযোদ্ধা প্রণব কুমার ধরকে রাষ্ট্রীয় সম্মাননা না দেওয়ায় ক্ষোভ জানিয়ে সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘প্রণব দা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মাননা না দেওয়ায় ইউএনওর যথেষ্ট অবহেলা রয়েছে। এ জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় প্রণব ধরের ইস্যুতে চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের প্রশংসাও করেন সাংসদ নদভী।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!