সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিক আহত

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. কামাল (৪০) ও সজীব (২৮) নামের দুই নির্মাণশ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকের বাড়ি চাপাই নবাবগঞ্জ বলে জানা গেছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় উপজেলার কেরানীহাট কাঁচাবাজারের পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, করোনীহাট কাঁচাবাজারের পূর্বপাশে মমতাজ ভিলা নামের একটি দালানে কাজ করছিলেন কামাল ও সজিব। এ সময় তারা ৩৩ হাজার ভোল্টেজের তারে শর্ট খেয়ে দালানের নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আরেকজনকে সাতকানিয়ায় কেরানীহাট আশশেফা হাসপাতালে পাঠিয়ে দেয়।

নির্মাণাধীন মমতাজ ভিলার মালিক মো. মমতাজ বলেন, আমার প্রতিবেশি বশর হাজির ছেলে বেশ কিছুদিন ধরে আমার বিল্ডিংটি নিয়ে ঝামেলা করছে। গতকালও সে আমার নির্মাণাধীণ বিল্ডিংয়ে গিয়ে কিছু মালামাল তছনছ করে ফেলে। আজ সেগুলো মিস্ত্রিরা ঠিক করতে গেছে এ দুর্ঘটনা ঘটে। আমি তাদের চিকিৎসার খরচ বহন করছি।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেরানীহাট কাঁচাবাজার থেকে আসা এক রোগী হাসপাতালে ভর্তি আছেন বলে নিশ্চিত করেছেন আশশেফা হাসপাতালের ম্যানেজার মো. জাফর।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!