সাতকানিয়ায় বিজিটিসিএন্ডসি’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সাতকানিয়ায় বিজিটিসিএন্ডসি'র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত 1এম.এ.এইচ রাব্বী, সাতকানিয়া থেকে :

চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) ঐতিহ্যবাহী প্রশিক্ষণ কেন্দ্র বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এ্যান্ড কলেজ (বিজিটিসিএন্ডসি) এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১শে মে) সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ শহীদ নুর মোহাম্মদ শেখ হল রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এ্যান্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন এনডিসি, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এ্যান্ড কলেজের ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল শাম্মী ফিরোজ পিএসসি জি+, বিজিবি এয়ার উইং এর উইং কমান্ডার কর্নেল মোঃ মাহবুবুর রহমান পিএসসি।

এছাড়াও অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ, বেসামরিক কর্মকর্তাবৃন্দ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিজিটিসিএন্ডসি এর সকল কর্মকর্তা এবং জুনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!