সাতকানিয়ায় জড়ো হলেন ৯৪ মাউন্টেইন বাইক রেসার, লড়াই হবে চ্যাম্পিয়নশিপের

সারা দেশের ৯৪ জন মাউন্টেইন বাইক রেসার এবার জড়ো হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তারাখোলাতে।

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতকানিয়ার তারাখোলাতে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ও শুক্রবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে ‘চট্টগ্রাম মাউন্টেন বাইক চ্যাম্পিয়নশিপ ২০২১’।

সারা দেশ থেকে আসা ৯৪ জন মাউন্টেন বাইক রেসার এ প্রতিযোগিতায় অংশ নেবেন।

সাতকানিয়ায় জড়ো হলেন ৯৪ মাউন্টেইন বাইক রেসার, লড়াই হবে চ্যাম্পিয়নশিপের 1

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলা হয়, রেস বাংলাদেশের আয়োজনে সারা দেশে বাইসাইকেল রেস আয়োজনের তৃতীয় জেলা হিসেবে চট্টগ্রামে এ প্রতিযোগিতা হচ্ছে। পরিবেশবান্ধব সাইকেল ব্যবহারে প্রচার ও তরুণ সমাজকে সুস্থ থাকার জন্য সাইক্লিংয়ে আগ্রহী করে তুলতে এ প্রতিযোগিতার আয়োজন।

এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছে বারকোড রেস্টুরেন্ট গ্রুপ, অদম্য বাংলাদেশ, বাংলাদেশ এলিমেন্টারি স্কুল, ম্যাস্কিউলিন, আরবিডি শপ চট্টগ্রাম, সাইকেল মেকানিক্স, প্যাডেল অ্যান্ড গিয়ার, ক্যাম্প ফায়ার, এডভারগো স্পোর্টস অ্যান্ড ফ্যাশন ওয়্যার, নিউ রেডিও ভয়েস। কমিউনিটি পার্টনার হিসেবে রয়েছে সাইক্লিং গ্রুপ এফএনএফ রাইডার্স ও দ্বিচক্রযান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সংগঠনের উপদেষ্টা সাজেদুল হক, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নাজমুল হক ডিউক, প্রোগ্রাম ডিরেক্টর এমএ আশেক চৌধুরী আপন, রেস বাংলাদেশ’র পরিচালক সাজনান মোহাম্মদ, রেইস ডিরেক্টর মারিয়াম তাবাসসুম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আতিকুল লিমন প্রমুখ।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!