সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌরসভার ছিটুয়া পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মালিকরা হলেন হারুন অর রশিদ, মো. ইদ্রিস, আমজাদ হোসেন, সামশুল ইসলাম ও সরোয়ার উদ্দিন।

ক্ষতিগ্রস্তরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশপাশ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, পুড়ে যাওয়া এক বাড়ির নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকাসহ প্রতিটি বসতঘরের আসবাব পত্র, স্বর্ণালঙ্কার সবকিছু মিলে সর্বমোট ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নীচে অবস্থান করছেন।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মারুফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‌‘ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!