সাতকানিয়ার ৭ ইটভাটায় দুদকের অভিযান

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ওসমানের ডিবিএম ব্রিকসে অভিযান শুরু করে দুদক। অভিযানে ইটভাটার কাগজপত্র সঠিক আছে কি না, সে বিষয়ে যাচাই-বাছাই করার চেষ্টা করেন দুদকের কর্মকর্তারা। তবে খবর পেয়ে ইটভাটার মালিক, ম্যানেজারসহ কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যাওয়ার কারণে যাচাই-বাছাই সম্ভব হয়নি।

পরে ইটভাটার পাশে পাহাড় কাটা পরিদর্শন করেন তারা। একইভাবে ওআর নিজাম চৌধুরীর ঝন্টুর মালিকানাধীন খাজা ব্রিকস, আব্দুল করিমের বাদশা মিয়া ব্রিকস, হাসান লিটনের বিসমিল্লাহ ব্রিকস, কাজল বাবুর মা ব্রিকস, আবুল বশরের আরএমবি ব্রিকসসহ ৬টি অবৈধ ইটভাটা পরিদর্শন করা হয়।

সাতকানিয়া ছাড়াও বাঁশখালী ও আনোয়ারায় অভিযান চালায় দুদক।

দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দীন বলেন, ‘সরকারি নিয়ম-নীতি মেনে ইটভাটা পরিচালনা করার কথা থাকলেও তা মানা হচ্ছে না। শীঘ্রই যেসব ইটভাটার কাগজপত্র ঠিক নেই সেগুলো গুড়িয়ে দেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, সাতকানিয়া উপজেলায় প্রায় শতাধিক ইটভাটা রয়েছে। এসব ইটভাটার মধ্যে অনুমোদন নেই ৬১টির। অভিযোগ রয়েছে, প্রশাসন, বন কর্মকর্তা ও বিট কর্মকর্তাদের ম্যানেজ করে অবৈধভাবে ইটভাটাগুলো পরিচালনা করা হচ্ছে। এছাড়া কৃষি জমির মাটি কেটে তৈরি করা হচ্ছে ইট। পোড়ানো হচ্ছে কাঠ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!