সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ব্রিজের নিচে, আহত ১৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে ব্রিজের নিচে পড়েছে। এতে অন্তত বাসের ১৪ জন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সোমবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সাতকানিয়া উপজেলার নয়াখাল তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস.এম হুমায়ুন কারনায়েন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় আহতরা হলেন আল আমিন (২১), হালিমা বেগম (১৬), শারমিন আক্তার (২৫), একরাম (৩২), মুহাম্মদ নাসির উদ্দিন (২৭), মোহাম্মদ আব্দুল্লাহ (১২), মুহাম্মদ সরওয়ার কামাল (৩৫), আবুল হাশেম (৪৫), জেসমিন আক্তার (৩৫), মুহাম্মদ জায়াদ (৫), ফরিদা আক্তার (১৭), মাহমুদা খাতুন (৬০) ও হাসান নুর(১৮)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কারনায়েন বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছি। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।’

দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করেছি।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!