সাজেকের পাহাড়ে ২৫ কোয়ারেন্টাইন ঘর, থাকবেন চট্টগ্রাম ও ঢাকাফেরতরা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বেশ কয়েকটি পাহাড়ি গ্রামে এলাকাবাসীর উদ্যোগে তৈরি হচ্ছে ২৫টি হোম কোয়ারেন্টাইন সেন্টার।

স্থানীয়রা জানান, প্রতিটি ঘরে ৪ জন করে মোট ১০০ লোক এসব কোয়ারেন্টাইনে।

সাজেকের যেসব গ্রামে হোম কোয়ারেন্টাইন হচ্ছে সেগুলো হল ভাইবাছড়া, হাজাছড়া, রামছড়া, নাঙ্গলমারা, উলুছড়া, নন্দরাম, ডিপুপাড়া, শুকনোছড়া, করল্ল্যাছড়ি, এগুচ্ছাছড়ি ও ভাইবোনছড়া।

ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থী ও গার্মেন্টসকর্মীরা ১৪ দিন কোয়ারেন্টাইনগুলোতে থাকতে পারবে।

সাজেকের ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা বলেন, বিষয়টি আমি জেনেছি। সাজেকের যুব সমাজ নিজ উদ্যোগে এসব ঘর তৈরি করছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

সাজেকের পাহাড়ে ২৫ কোয়ারেন্টাইন ঘর, থাকবেন চট্টগ্রাম ও ঢাকাফেরতরা 1

এদিকে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাঘাইছড়ির বিভিন্ন ইউনিয়নে প্রবেশ করছে শত শত গার্মেন্টসকর্মী। বিষয়টি নিয়ে ইতোমধ্যে এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কের মধ্যেই এমন প্রশংসনীয় উদ্যোগ আশা জাগিয়ে তুলছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!