সাগরে ৩৪ জেলে হত্যার আসামী বাহাদুর ২ দিনের রিমান্ডে

সাগরে ৩৪ জেলে হত্যার আসামী বাহাদুর ২ দিনের রিমান্ডে 1কুতুবদিয়া প্রতিনিধি : বঙ্গোপসাগরে ৩৪ জেলে হত্যা মামলার আসামী বাহাদুর আলম (৫০) কে কুতুবদিয়া জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবিরের আদালত ২ দিনের রিমান্ড মন্জুর করেন। গত ২৯ জানুয়ারী কক্সবাজার জেলার গোয়েন্দা শাখার (সিআইডি) মোঃ হাসান জাহাঙ্গীর জি.আর ৩৬/১৩ নঙ মামলায় তাকে ঘটনা ও মামলার তদন্তের স্বার্থে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে গতকাল সোমবার কুতুবদিয়া জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ দিনের রিমান্ড মন্জুর করেন। জলদস্যুরা গত ২০১৩ সালের ২৪ মার্চ বাঁশখালী উপকূল হতে এফবি, আল্লাহর দান ও এফবি, আলমক্কা নামক ফিশিং ট্রলারের ৩৪ জেলেকে হাত-পা বেঁেধ নির্মমভাবে সাগরে ফেলে দিয়ে হত্যা করে। এ হত্যাযজ্ঞ ঘটনায় ২৭ জেলের মৃত লাশ উদ্ধার হলেও ৭ জেলে এবং ট্রলার দু’টি অদ্যাবদি পর্যন্ত উদ্ধার হয়নি। আদালত সূত্রে জানা গেছে, আটক আসামী বাঁশখালী উপজেলার ছনুয়ার খুদুকখালী গ্রাওমর শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে কুতুবদিয়া থানাসহ বাঁশখালী থানায় ডাকাতি, খুন ও ছিনতাইসহ ৫ টি মামলা রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!