সাগরে স্পিডবোট ডুবিতে ১ যাত্রীর মৃত্যু

সাগরে স্পিডবোট ডুবে গিয়ে ৪ যাত্রীর ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। কক্সবাজারের মহেশখালীর উপ-দ্বীপ সোনাদিয়া চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মফিজুর রহমান (৪০)। তিনি নাইক্ষ্যংছড়ি ১১, বিজিবির রেশন ঠিকাদারের স্টোরকিপার ছিলেন।

জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় কক্সবাজার ৬নম্বর ঘাট থেকে স্পিডবোট ৪ জন যাত্রী নিয়ে সোনাদিয়ার উদ্যেশে রওনা দেয়। কক্সবাজারের বাঁকখালীর মোহনা পার হয়ে সোনাদিয়া চ্যানলে প্রবেশ করতেই একটি ডুবো চরে তাদের বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় ২ জন যাত্রী সাঁতরে কূলে উঠে। অন্য ২ জনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার নাম ইয়াছিন।

বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার। ঘটনার পর পর সোনাদিয়া দ্বীপে অপর ২ জনকে উদ্ধার করতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!