সাউথ ইস্ট ব্যাংক দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা শুরু ২১ জানুয়ারি, কর্মশালা শনিবার

নতুন বছরের শুরুতেই দৃষ্টির বিতর্ক কার্যক্রম শুরু হচ্ছে ইংরেজি বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতার মধ্য দিয়ে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় পুরাতন সার্কিট হাউজ মিলনায়তনে অংশগ্রহণকারী ১৬টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।

‘সাউথ ইস্ট ব্যাংক দৃষ্টি গেইম অব লজিক’ শিরোনামে ৯ দিনব্যাপী এ আয়োজনের মধ্যে রয়েছে বিতর্ক কর্মশালা, আন্তঃস্কুল এশিয়ান পার্লামেন্টারি ডিবেট কম্পিটিশন, আন্তঃবিশ্ববিদ্যালয় ব্রিটিশ পার্লামেন্টারি ডিকেট কম্পিটিশন।

প্রতিযোগিতায় সারা দেশের ১৬টি স্কুল ও ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। শনিবার কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এ কে এম তফজল হক, শিশুরোগ বিশেষজ্ঞ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিতার্কিক ডা. আবু সাঈদ শিমুল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যারয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত বিতার্কিক ড. আদনান মান্নান।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!