সাইবার যোদ্ধারা আওয়ামী অপপ্রচারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে : ডা: শাহাদাত

সাইবার যোদ্ধারা আওয়ামী অপপ্রচারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে : ডা: শাহাদাত 1

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা: শাহাদাত হোসেন বলেন, বুদ্ধিভিক্তিক কায়দায় জাতীয়তাবাদী সাইবার যোদ্ধারা শুধু আন্দোলন গড়ে তোলাই নয়, অনলাইনে সমান তালে আওয়ামী অপপ্রচারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের দু:শাসনের চিত্র তুলে ধরার ক্ষেত্রে দেশের মূলধারার অধিকাংশ মিডিয়া যখন নিরব দর্শকের ভূমিকা পালন করছে, ঠিক সেই ক্ষান্তিলগ্নে জনগণের ভোট ও ভাতের অধিকার পুন:রুদ্ধারের আন্দোলনে সাইবার যোদ্ধারা বিরোচিত ভূমিকা পালন করছে। সম্প্রতি বেগম খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে সরকার ও আওয়ামীলীগের অপপ্রচারের কঠোর সমালোচনা করে আরো বলেন, খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে এখন সরকার ঘৃণ্য অপপ্রচারে মেতে উঠেছে।

মঙ্গলবার (১ আগষ্ট) তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিএনপি’র সহায়ক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (এন.সি.পি) এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামস্থ বিপ্লব উদ্যানে স্বাধীনতা ভাস্কর্য বেদীতে চট্টগ্রাম মহানগর সাইবার দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

ডা: শাহাদাত হোসেন আরো বলেন, আওয়ামী দু:শাসনে অতিষ্ট জনতার রোষানলের ভয়ে ভীত সন্ত্রস্ত সরকার অপপ্রচার চালিয়ে আগামী নির্বাচন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন ঘৃণ্য পন্থা অবলম্বন করছে। বেগম খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামীলীগ ভীত হয়ে পড়েছে। অচিরেই জনগণকে সাথে নিয়ে গণ আন্দোলনের মাধ্যমে ৫ জানুয়ারী প্রহসনের নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের হাত থেকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

চট্টগ্রাম মহানগর সাইবার দলের সভাপতি তৌহিদুল সালাম নিসাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি. এম. সালাউদ্দিন কাদের আসাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম। অন্যদের মধ্য উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা রিয়াদ খান, সালামত আলী, সাইবার দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, উত্তর জেলা যুবদল নেতা শাহাজাহান সাহিল, মহানগর ছাত্র দল নেতা নজরুল ইসলাম জসিম উদ্দীন হিমেল, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্র দল নেতা আল-মামুন সাদ্দাম, রাশেদুল ইসলাম রাশেদ, রেজাউল করিম, শাহেদ তৈমুর, সাইবার সহ-সাধারণ এন মোহাম্মদ রিমন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আরমান, মঈনুল ইসলাম মজুমদার আরমান, সহ-সাংগঠনিক মোহাম্মদ ইমতিয়াজ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ শাহা নেওয়াজ শাওন, মোহাম্মদ ইব্রাহিম, ফরহাদুল ইসলাম, মোহাম্মদ মঈনুদ্দীন, মোহাম্মদ সাঈফুল, মোহাম্মদ ইকরাম, মোহাম্মদ মঞ্জুর, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ রাশেদ, কাজী মোজাম্মেল, এম জে এইচ হিরো, মোহাম্মদ ইমন, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ রেজাউল, মোহাম্মদ, মোহাম্মদ সালমান, মোহাম্মদ সাব্বির জাহেদ প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!