সাংবাদিক সেজে মামলা করতে গিয়ে মুদি দোকানির ৩ ঘণ্টা হাজতবাস

এক লাইন লিখতেই কলম ভেঙেছে

সাংবাদিক পরিচয়ে মামলা করতে গিয়ে তিন ঘণ্টা হাজতে থাকতে হল এক মুদি দোকানিকে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. শফি উদ্দিন মোহাম্মদ আইয়ুব নামে ওই ব্যক্তিকে হাজতবাসের আদেশ দেন।

জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের মো. শফির ছেলে আইয়ুব নিজেকে ‘দৈনিক বর্তমান কথা’ পত্রিকার চান্দগাঁও প্রতিনিধি ও ‘তিতাস টিভি’র বিশেষ প্রতিনিধি পরিচয় দিয়ে চন্দনাইশের মোসলেম উদ্দিন নামে একজনের বিরুদ্ধে এক লাখ টাকার চাঁদাবাজির মামলা করতে যান।

ওই মামলার আর্জিতে তিনি উল্লেখ করেন, ২৮ নভেম্বর নগরীর বহদ্দারহাট এলাকার একটি রেস্টুরেন্টে অবস্থানকালে আসামিদের হামলার শিকার হন। এ সময় তার সঙ্গে থাকা টাকা ও পেনড্রাইভও ছিনিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে সাংবাদিক পরিচয় দিয়ে মামলা করতে গেলে আইয়ুবের কথাবার্তায় বিচারকের সন্দেহ হয়। একপর্যায়ে বিচারক বলেন, ‘আপনি তো সাংবাদিক। আমার পরিবারের জন্য করোনার প্রতিষেধক দরকার— এই লাইনটি খাতায় লিখে দিন।’ কিন্তু সেটিও লিখতে পারেননি আইয়ুব।

জেরার মুখে পরে আইয়ুব স্বীকার করেন, তিনি সাংবাদিক নন, আসলে মুদি দোকানদার।

এরপর বিচারক কোর্ট পুলিশকে ডেকে তাকে আটকের আদেশ দেন এবং হাজতবাসে পাঠান। ৩ ঘণ্টা পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!