সাঁড়াশি অভিযান : চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১৫ কর্মীসহ আটক ২১৫ : অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামসহ সারাদেশে অব্যাহত রয়েছে পুলিশের বিশেষ অভিযান। এ অভিযানের সূত্র ধরে চতুর্থদিনেও চট্টগ্রাম জেলার ১৬ থানা থেকে আটক করা হয় ২১৫ জন আসামীকে।

এদের মধ্যে জামায়াত শিবিরের ১৫ জন কর্মী রয়েছে বলে জানা গেছে। চতুর্থদিনের এ অভিযানেেউদ্ধার হয় দুটি শটগান, ৮ রাউন্ড কার্তুজ ও ৫৫৮ পিস ইয়াবা।police-sarasi

 

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত টানা অভিযানে জেলার ১৬ থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কেউ আটক হয়নি বলে জানিয়েছে পুলিশ।

 

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. রেজাউল মাসুদ বলেন, ‘গত ২৪ ঘন্টায় অভিযানে বিভিন্ন উপজেলা থেকে মোট ২১৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের ১৫ নেতা-কর্মী রয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ১৮২ ও  নিয়মিত মামলার ১৮ জন আসামিরাও রয়েছেন। যাচাই বাছাই চলছে, এর মধ্যে জঙ্গি সম্পৃক্ততা কাউকে আটক করা হয়নি।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!