সহযোগীসহ রোহিঙ্গা অস্ত্র প্রশিক্ষক নসরুল্লাহ গ্রেপ্তার

শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী ও অস্ত্র প্রশিক্ষক নুরুল আমিন প্রকাশ নসরুল্লাহকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নসরুল্লাহর কাছ থেকে প্রশিক্ষণের ডেমো স্নাইপার রাইফেল, দেশীয় আগ্নেয়াস্ত্র ও আধুনিক মোবাইল ওয়ারলেস এন্টেনাসহ প্রশিক্ষণের অত্যাধুনিক সরঞ্জাম উদ্ধার করেছে।

২৯ ফেব্রুয়ারি রাতে তাকে আটক করা হলেও ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর সোমবার (২ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশ।

কক্সবাজার ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া বলেন, ‘শনিবার রাতে টেকনাফের পল্লানপাড়া এলাকা থেকে নসরুল্লাহকে সহযোগী হাফেজ নুর কামালসহ গ্রেপ্তার করা হয়। এ সময় নসরুল্লাহর কাছ থেকে প্রশিক্ষণের ডেমো স্নাইপার রাইফেলসহ অত্যাধুনিক সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, নসরুল্লাহ দীর্ঘদিন ধরে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ তৈরি করে আসছিলে। রোহিঙ্গা ক্যাম্পে নসরুল্লাহর কয়েকটি বাহিনী রয়েছে। এ বাহিনী রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলো।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!