চট্টগ্রামের ৬/ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ১০৫ আইনজীবী

সুপ্রিম কোর্টের ১০৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে চট্টগ্রামের আইনজীবী ছয়জন, অপর একজন কক্সবাজারের।

রোববার (৭ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

সলিসিটর জেসমিন আরা বেগম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের ১০৫ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো।

আদেশে আরও বলা হয়, ২০১৭ সালের ১২ জুন ২৭ জন এবং ১৯ অক্টোবর ২৫ জন নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি-জেনারেল স্বপদে বহাল থাকবেন। তবে ওই আদেশে আগের সব নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি-জেনারেলের নিয়োগাদেশ বাতিল করা হয়েছে।

সহকারী অ্যাটর্নি-জেনারেল পদে চট্টগ্রাম থেকে নিয়োগ পাওয়া মির্জা মোহাম্মদ শোয়েব মুহিত আইনজীবী হিসেবে হাইকোর্টের তালিকাভুক্ত হন ২০১৩ সালের ১৯ এপ্রিল। তার পিতা মির্জা কছির উদ্দিন চট্টগ্রাম আদালতের প্রবীণ আইনজীবী। নিয়োগপ্রাপ্ত আফরোজা নাজনীন আক্তার রেখা আইনজীবী হিসেবে হাইকোর্টের তালিকাভুক্ত হন ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি। সাইফুর রহমান সিদ্দিক সাইফ আইনজীবী হিসেবে হাইকোর্টের তালিকাভুক্ত হন ২০১৩ সালের ১৯ আগস্ট। বদরুন নাহার বেগম রোজি আইনজীবী হিসেবে হাইকোর্টের তালিকাভুক্ত হন ২০০৪ সালের ১৭ এপ্রিল। মো. আজিজুল হক আইনজীবী হিসেবে হাইকোর্টের তালিকাভুক্ত হন ২০০৭ সালের ২০ নভেম্বর। মো. রেজাউল হক আইনজীবী হিসেবে হাইকোর্টের তালিকাভুক্ত হন ২০০৮ সালের ১২ মে।

কক্সবাজার থেকে নিয়োগ পাওয়া একমাত্র আইনজীবী উর্বশি বড়ুয়া আইনজীবী হিসেবে হাইকোর্টের তালিকাভুক্ত হন ২০১০ সালের ৩০ ডিসেম্বর।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!