সল্টগোলা ও স্টিলমিল বাজারে পশুর হাট নয়, চসিককে অনুরোধ সিএমপির

সল্টগোলা ক্রসিং ও স্টিলমিল বাজারে অস্থায়ী পশুর হাট ইজারা না দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) চিঠি দিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)। উল্লেখিত দুই স্থান চসিকের ইজারা সংক্রান্ত বিজ্ঞপ্তির তালিকাভুক্ত হওয়ায় সিএমপি এই অনুরোধ করেছে।

সিএমপির চিঠিতে উল্লেখ করা হয়, সল্টগোলা ক্রসিংয়ে পশুরহাট বসার মতো উন্মুক্ত কোন জায়গা নেই। সল্টগোলা নামে ইজারা নিয়ে লেবার কলোনি মাঠে বাজার বসতো। এ বছর বন্দরের ওভারফ্লো কন্টেইনারের কারণে ওই মাঠে কন্টেইনার রাখা আছে। ইজারা দেওয়া হলে রাস্তায় পশুর হাট বসতে পারে বলে শংকা রয়ে যাচ্ছে। এতে বন্দর এলাকার যানজট আরো বাড়বে। এর ফলে আমদানি রপ্তানিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েবে।

একইভাবে স্টিলমিল বাজার সড়কটিও ফ্লাইওভার নির্মাণের কারণে টিনের ঘেরাও দিয়ে সংকুচিত করা হয়েছে। আগের মতো সড়কে বাজার বসানোর কোন সুযোগ নেই। তাই বিমানযাত্রী, বন্দর, ইপিজেডসহ সার্বিক দিক মাথায় রেখে বাজার ইজারা না দেওয়ার পক্ষে সিএমপি।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!