সরাইপাড়ায় গোপন বুথে ভোট দিয়ে দিচ্ছে নৌকার সমর্থকরা

ভোটারের পেছন পেছন ঢোকে আরেকজন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গোপন বুথে ঢুকে মেয়র প্রার্থীর ভোট নৌকার সমর্থকরাই দিয়ে দিচ্ছে। তবে কাউন্সিলর প্রার্থীর ভোট ভোটাররা ইচ্ছামতো দিতে পারছে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সরাইপাড়া স্কুলের তৃতীয় তলার একটি বুথে এই ঘটনা ঘটে। পরে সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটার ভোট দিতে বুথে গিয়ে সব কার্যক্রম শেষ করার পর যখন গোপন কক্ষে প্রবেশ করে, তখন ভোটারের সাথে নৌকার এক সমর্থকও পিছন পিছন গোপন বুথে প্রবেশ করেন। ভোটার ইভিএমের কিছু বুঝে উঠার আগেই নৌকা প্রতীকে ভোট দিয়ে দেন ওই সমর্থক।

পরে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ভোট নিজের ইচ্ছা মতো দিতে বলে ওই ব্যক্তি গোপন কক্ষ থেকে বেরিয়ে আসেন।

এবারই প্রথম ভোট দিচ্ছেন— নাম প্রকাশ না করার শর্তে এমন এক নতুন ভোটার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, অনেক উৎসাহ নিয়ে প্রথমবারের মতো ভোট দিতে গিয়েছিলাম। কিন্তু মেয়র পদের ভোটটি আমি নিজে দিতে পারিনি। আমি গোপন বুথে প্রবেশ করার সাথে সাথেই অজ্ঞাত একজন এসে ভোটটি দিয়ে দেয়। যদিও আমি নৌকাতেই ভোট দিতাম। কিন্তু আমাকে দিতে দেওয়া হয়নি।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!