সরাইপাড়ার কাউন্সিলর সাবের সওদাগরও করোনার কবলে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর সাবের আহমদ সওদাগর করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১০টায় বিষয়টি তিনি নিজেই চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন।

বর্তমানে তিনি নগরীর মেহেদিবাগের ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

সাবের আহমদ সওদাগর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ছয়দিন আগে আমার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছি। তখন নমুনা নিয়েছিল। শুক্রবার প্রকাশিত রিপোর্টে আমার করোনা শনাক্ত হয়েছে।’

বর্তমানে সুস্থ আছেন জানিয়ে বিভিন্ন সময় খবরের শিরোনাম হওয়া কাউন্সিলর সাবের বলেন, ‘এখন সুস্থ আছি। করোনার কোন লক্ষণ নেই। তবে চিকিৎসকের পরামর্শে আরও কয়েকদিন হাসপাতালে থাকবো।’

প্রসঙ্গত, ৭ জুন ২০১৯ পাহাড়তলী বাজারে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার ছাত্রলীগের সাবেক নেতা সোহেল হত্যামামলার প্রধান আসামি কাউন্সিলর সাবের আহমদ। ওই মামলায় তিনি কারাভোগ করে গত বছরের ২০ জুন থেকে জামিনে আছেন। স্থগিত হওয়া চসিক নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি বিতর্কিত সাবের সওদাগর। তিনি বিদ্রোহী হিসেবে নির্বাচনে মনোনয়ন দাখিল করেছিলেন।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!