সম্পাদকের জাল স্বাক্ষরে চট্টগ্রাম দক্ষিণ যুবলীগের কাউন্সিলর তালিকা!

শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস। এ উপলক্ষে কাউন্সিলর তালিকা পাঠানোর জন্য সারা দেশের জেলা ও মহানগর কমিটিকে নির্দেশনা দিয়ে চিঠি দেয় কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি। কাউন্সিলর ও ডেলিগেট তালিকায় বিতর্কিত কাউকে না রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে ‘পক্ষপাতদুষ্ট ও বিতর্কিত’ তালিকা কেন্দ্রে পাঠিয়ে বিতর্কের জন্ম দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ।

জানা গেছে, গত ২৮ অক্টোবর যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ স্বাক্ষরিত একটি চিঠি এসে পৌঁছায় চট্টগ্রাম জেলা ও মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। চিঠির নির্দেশনা অনুযায়ী ২৫ জন কাউন্সিলরের একটি তালিকা তৈরি করে দক্ষিণ জেলা যুবলীগ। কিন্তু এই তালিকাকে ‘পক্ষপাতদুষ্ট’ অভিহিত করে তাতে স্বাক্ষর দানে বিরত থাকেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী। তিনি সরাসরি সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরীর বিরুদ্ধে তালিকা তৈরিতে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।

গত ২০ নভেম্বর ওই তালিকা কেন্দ্রে জমা হওয়ার পর জানা যায়, সেখানে সভাপতির পাশাপাশি পার্থ সারথি চৌধুরীর স্বাক্ষরও রয়েছে। কিন্তু পার্থ সারথি চৌধুরী দাবি করেছেন, ‘আমি কোন কাউন্সিলর তালিকায় স্বাক্ষর করিনি। আমার স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে। কে এ কাজ করেছে জানি না, তবে এটা অন্যায়।’

পার্থ সারথি চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দক্ষিণ জেলা যুবলীগের কাউন্সিলর তালিকায় আমি স্বাক্ষর করিনি। এখানে কারা কাউন্সিলর হচ্ছেন সেটাও জানি না। নিয়ম হচ্ছে সভাপতি-সম্পাদকের স্বাক্ষরেই কাউন্সিলর তালিকা তৈরি করতে হবে। কারা এই তালিকা জমা দিয়েছেন, সেটিও জানি না। আমাদের যুবলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য এবং ডেলিগেট মিলে রয়েছে আরও প্রায় ১০০ জন। এর মধ্যে ২৫ জনকে কাউন্সিলর হিসেবে বাছাই করতে হবে। তবে কাজটি খুবই কঠিন।’

এ বিষয়ে সভাপতি টিপু সুলতান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে এ বিষয়ে কথা বলতে অসম্মতি জানান।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!