সমুদ্র বন্দরকে ৩ নদী বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরের জন্য ১ নম্বর নৌ-সতর্কতা সংকেত দেওয়া হয়েছে।

চট্টগ্রাম আবহাওয়া কার্যালয় থেকে জানানো হয়েছে, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর কিছুটা অশান্ত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে।

রোববার (৮ সেপ্টম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম আবহাওয়া কার্যালয় থেকে পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বভাসে বলা হয়, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বাতাসের সাথে সাময়িকভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক হতে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার যা দমকা হাওয়ার আকারে ৩০– ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

এছড়াও সোমবার (৯ সেপ্টম্বর) সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!