সমাজ পিছিয়ে যাবে এমন নেতিবাচক সংবাদ পরিহার করতে হবে : ফজলে করিম এমপি

সমাজ পিছিয়ে যাবে এমন নেতিবাচক সংবাদ পরিহার করতে হবে : ফজলে করিম এমপি 1প্রতিদিন ডেস্ক : সমাজ পিছিয়ে যাবে এমন নেতিবাচক সংবাদ পরিহার করতে সংবাদ কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন রেলপথ সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম এম.পি।

 

শুক্রবার সন্ধ্যায় নগরীর সু প্রভাত হলে চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি আরো বলেন, ক্যামেরা জার্নালিস্টরা প্রতিনিয়ত জীবনের ঝুকি নিয়ে সংবাদের জন্য ছবি সংগ্রহ করেন। অথচ বিশ্বের অন্যান্য দেশে টিভি ক্যামেরাপার্সনদের যেভাবে মূল্যয়ন করা হয় দুর্ভাগ্যবশত আমাদের দেশে তা হয় না।
এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও নিউজ ২৪ এর ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও এটিএন বাংলার ব্যুরো প্রধান আলহাজ্ব আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও তারা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান নিরুপম দাশ গুপ্ত, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির ব্যুরো প্রধান মহসিন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল আই ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ক্রীড়া সংগঠক ও টিসিজেএ’র আজীবন দাতা সদস্য শরফুদ্দিন আহমেদ চৌধুরী রাজু, চিটাগাং কমিউনিকেশনস্ লিমিটেড (সিসিএল)’র পরিচালক শ্যামল কুমার পালিত কাঞ্চন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এনামুল হক।


সমাজ পিছিয়ে যাবে এমন নেতিবাচক সংবাদ পরিহার করতে হবে : ফজলে করিম এমপি 2অর্থ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল টোয়েন্টিফোরের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ, কবি অভীক ওসমান, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান তাজুল ইসলাম, দিপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনছারী রুনা, আর টিভির ব্যুরো প্রধান সরওয়ার আলম বাবু, পাঠক নিউজের সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী প্রমুখ। এছাড়াও টিসিজেএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাছিরুল আলম, শামশুল আলম বাবু, অমিত দাশ, মোঃ আবু জাহেদ, মোঃ হাসান উল্ল্যা, আহাদুল ইসলাম বাবু, রনি দাশ, এস.এম আজিজুল কদির, সনজীব দে বাবু, মোহাম্মদ আলী আকবর, বাবুন পাল, মোঃ শাহরিয়ার নাজিম, মোঃ আশরাফুল আলম চৌধুরী (মামুন), শীতল মল্লিক উত্তম, বাসু দেব, মোঃ আরশাদ আলী, মোঃ সেলিম উল্ল্যাহ, মোঃ নুর জামাল আতিক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুর হাসিব ইফরাজ, মোঃ পারভেজুর রহমান, সাইমুন আল মুরাদ। সম্মেলনে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের স্থায়ী সদস্য মুহাম্মদ আলমগীর, গীতা পাঠ করেন স্থায়ী সদস্য সুমন গোস্বামী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!