‘সব রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুুল মান্নান বলেছেন, উখিয়া-টেকনাফের ৩২টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। সবগুলো ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ২৫ আগস্ট গণহত্যা দিবসের নামে যারা সভা সমাবেশ করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে। বুুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা সমন্বয় অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী র্কমর্কতা নিকারুজ্জামান ও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর।

বিভাগীয় কমিশনার আরো বলেন, সমাবেশে সহযোগীতা কারীদের দেশের প্রচলিত আইনের ধারা মোতাবেক বিচার করতে হবে। রোহিঙ্গারা বাংলাদেশের মোবাইল সীম কিভাবে পাওয়া গেল তা খোঁজে বের করতে হবে। এসময় বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ উপস্থিত ছিলেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!