সপ্তম দিনে ১৫৩ জন হোল্ডারের আপিল নিষ্পত্তি

সপ্তম দিনে ১৫৩ জন হোল্ডারের আপিল নিষ্পত্তি 1নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিকী কর পুনঃমূল্যায়ন বিষয়ে আপিলকারীদের রিভিউ বোর্ডের শুনানীর সপ্তম দিনে ১৫৩ জন হোল্ডারের আপিল নিষ্পত্তি হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সার্কেল-৩ এর আপিলকারীদের আপিল নিষ্পত্তির জন্য সকাল ১১ টা থেকে রিভিউ বোর্ড এর কার্যক্রম শুরু হয়।

শুনানীর ৭ম দিনে আপিল রিভিউ বোর্ডে উপস্থিত হওয়ার জন্য ১৬৮ জন হোল্ডার এর নিকট পত্র প্রেরণ করা হলে তন্মোধ্যে ১৫৩ জন হোল্ডার আপীল রিভিউ বোর্ডে শুনানীর জন্য উপস্থিত হন। আপীল রিভিউ বোর্ড হোল্ডারদের আপত্তি আমলে নিয়ে নির্ধারিত ভেল্যু থেকে গড়ে ৭১.৮০% ছাড় দিয়েছে।

এছাড়াও ১ জন মুক্তিযোদ্ধা ও ৫ জন গরীব হোল্ডারকে বছরে নামমাত্র ৫১ টাকা হোল্ডিং ট্যাক্স নির্ধারন করা হয়েছে। সম্মানীত ১০ জন হোল্ডারের পৌরকর পূর্বের হার বহাল রাখা হয়েছে। আপিল রিভিউ বোর্ড ১৫৩ জন হোল্ডারের অ্যাসেসমেন্ট ভেল্যু ৩ কোটি ৫০ লক্ষ ৫৫ হাজার ৭ শত টাকা থেকে কমিয়ে ৯৮ লক্ষ ৮৫ হাজার ১ শত টাকা ভেল্যু ধার্য্য করেছে। ফলে এ্যাসেমেন্ট ভ্যালু থেকে ২ কোটি ৫১ লক্ষ ৭০ হাজার ৬ শত টাকা কর কমল। আপিল রিভিউ বোর্ড দু’ভাগে বিভক্ত হয়ে শুনানীতে অংশ নেন।

মেয়র দপ্তরে অনুষ্ঠিত শুনানীতে সভাপতিত্ব করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এবং প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তরে রিভিউ বোর্ডের শুনানীতে মেয়রের পক্ষে সভাপতিত্ব করেন কাউন্সিরর হাবিবুল হক। আপিল রিভিউ বোর্ড সদস্য প্রকৌশলী এম.আবদুর রশিদ, এডভোকেট চন্দন বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, ট্যাক্সেশন অফিসার জসিম উদ্দিন, উপ কর কর্মকর্তা নাছির উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, আগামী ১১ নভেম্বর ২০১৭ খ্রি. পর্যন্ত সম্মানিত ট্যাক্স হোল্ডারবৃন্দ কর পুনঃমূল্যায়ন বিষয়ে আপিল করার জন্য সময় নির্ধারিত আছে। ৫ নভেম্বর পর্যন্ত ৫৩ হাজার ৪৮ জন সম্মানিত হোল্ডার আপিল/আপত্তি দাখিল করেছেন। হোল্ডারগণ চাইলে এসময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!