সন্দ্বীপ চ্যানেলে যাত্রীবাহী জাহাজের ইঞ্জিন বিকল, ২০০ যাত্রীর দুর্ভোগ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার যাত্রীবাহী এমভি মতিন নামের একটি বিআইডব্লিউটিসির জাহাজ মাঝসাগরে ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হয়ে যায়। এ সময় জাহাজের থাকা প্রায় ২০০ যাত্রী দুর্ভোগে পড়ে।

শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি গুপ্তছড়া ঘাট থেকে সীতাকুণ্ড কুমিরা ঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। প্রায় ৫ ঘন্টা পর ইঞ্জিন মেরামত শেষে কুমিরা ঘাটে পৌঁছায় জাহাজটি।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা ঘাটের লিজদাতা মো. আনোয়ার হোসেন জানান, সকাল ১০টার দিকে গুপ্তছড়া থেকে রওনা দেওয়া এমভি মতিন নামের একটি জাহাজ ইঞ্জিন বিকল হওয়ার কারণে মাঝসাগরে বন্ধ হয়ে যায়। এ সময় জাহাজে ১৯৬ জন যাত্রী ছিল। পরে টেকনিশিয়ানরা গিয়ে মেরামত করার পর দুপুর তিনটার দিকে জাহাজটি কুমিরা ঘাটে এসে পৌঁছায়।

সীতাকুণ্ড উপজেলার নিবার্হী কর্মকর্তা মিল্টন রায় জানান, গুপ্তছড়া রওনা দেওয়া একটি এমভি মতিন নামের বিআইডব্লিউটিসির জাহাজটি সকাল ১০টার দিকে সাগরের পথিমধ্যে ইঞ্জিন বিকল হয়ে পড়লে, পরে এটি মেরামত করার পর দুপুর তিনটার দিকে জাহাজে থাকা সব যাত্রীরা নিরাপদের কুমিরা ঘাটে পৌঁছায়।

আজাদ/

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!