সন্দ্বীপে তরুণদের র‌্যালিতে পুলিশের বাধা, মোটরসাইকেলের সব চাবি হাতিয়ে নেওয়া হল

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কুমিরা গুপ্তছড়া নৌরুটে স্পিডবোটের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং নিরাপদ উম্মুক্ত সাশ্রয়ী নৌ-যাতায়াতের দাবিতে শুক্রবার (২৫ মার্চ) বিকাল তিনটায় উপজেলা কমপ্লেক্স মাঠ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ব ঘোষণা দিয়ে এক মোটরসাইকেল র‌্যালির আয়োজন করে তরুণরা। র‌্যালিতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে দ্বীপের সর্বস্তরের মানুষ ২টা ৩০ মিনিটে নিধারিত স্থানে উপস্থিত হতে আসলে পুলিশ মোটরসাইকেলগুলোর চাবি নিয়ে নেয়— এমন অভিযোগ করেছেন তরুণ আয়োজকরা।

সন্দ্বীপে তরুণদের র‌্যালিতে পুলিশের বাধা, মোটরসাইকেলের সব চাবি হাতিয়ে নেওয়া হল 1

মোটর সাইকেল র‌্যালির আয়োজকদের একজন মোহাম্মদ রুস্তম বলেন, ‘আমাদের বিকাল তিনটা থেকে মোটরসাইকেল র‌্যালির যাত্রা শুরু করার কথা থাকলেও পুলিশ বেলা দুইটা থেকে উপজেলার সামনে এসে অবস্থান নেয়। আমাদের র‌্যালিতে অংশগ্রহণ করার জন্য আসা ৩০-৩৫ জনের মোটর সাইকেলের চাবি নিয়ে নেয়।

দ্বীপের আরেক তরুণ খাদেমুল ইসলাম বলেন, ‘আমাদের সন্দ্বীপের অধিকাংশ মোটরসাইকেলের কাগজপত্র নাই। পুলিশ কখনও মোটরসাইকেলের কাগজপত্র চেক করে গাড়ি আটক করেছে— এমনও আমরা দেখি নাই।

তিনি বলেন, ‘পুলিশের এমন কর্মকান্ডে আমরা র‌্যালি যাত্রা শুরু করতে পারি নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সন্দ্বীপ থানার ওসিকে আমাদের দাবিগুলো লিখিতভাবে জমা দিয়ে এসেছি।’

এই বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ বশির আহমেদ বলেন, ‘র‌্যালির বিষয়ে আমাদের অনুমতি নেয় নাই। আমরা কোন র‌্যালিতে বাধা দিই নাই। পুলিশ প্রতিদিনের মত ডিউটি পালন করছে। ২৬ মার্চ নিরাপত্তা জোরদারের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করা ছিলো। ভাড়া বৃদ্ধির বিষয়ে থানায় লিখিত অভিযোগ করে গেছে— আমি বিষয়টা দেখবো।’

লিখিত অভিযোগের বিষয়ে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্রাট খীসা বলেন, ‘আমাকে দাবিগুলো লিখিতভাবে জমা দিয়ে গেছে। তবে এখনও পড়ে দেখি নাই।’

উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে ঘাট ইজারাদার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই স্পিডবোপের ভাড়া ৫০ টাকা বাড়িয়ে দিয়েছেন। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দ্বীপবাসী নানান কর্মসূচি পালন করে যাচ্ছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!