সন্দ্বীপের ১৩ ইউপিতে ভোট ১১ এপ্রিল

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১৩টি ইউনিয়নসহ দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদে আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৩ মার্চ) নির্বাচন কমিশন কার্যালয়ে ৭৭ তম কমিশন সভা শেষে এসব ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি বলেন, এসব ইউপিতে নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষসময় ১৮ মার্চ, মনোনয়পত্র বাছাই ১৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ। আর ভোটগ্রহণ ১১ এপ্রিল।

এর মধ্যে ৩০টি ইউপি ও ১১ টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।

প্রথম ধাপে যে ৩৭১ ইউনিয়নে ভোট গ্রহন হবে তার মধ্যে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্লা, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধরা, হারামিয়া ও দীর্ঘাপাড় ইউনিয়নও রয়েছে।

এসব ইউনিয়নে সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ৩১ মার্চ। তবে দীর্ঘাপাড় ইউনিয়নে সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৬ এপ্রিল।

এআরটি/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!