সন্দ্বীপের শিবের হাটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, স্বর্ণ ও টাকা লুট

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার শিবের হাট এলাকায় ব্যবসায়ীদের উপর হামলা চালিয়েছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা।

এ সময় তারা জুয়েলারি দোকানের মালিককে মারধর করে টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে যায়। এছাড়া আরও এক ব্যবসায়ীকে তারা মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। একটি মোটরসাইকেলও ভাংচুর করে তারা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে শিবের হাটে ব্যবসায়ীদের সামনেই প্রকাশ্যে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ওই এলাকায় দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। এ সময় আশপাশের এলাকায়ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার শিকার জুয়েলারি মালিক দিবাকর বণিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন- ‘দোকান থেকে স্বর্ণ ও টাকা নিয়ে বাড়িতে যাওয়ার পথেই স্থানীয় কিশোর গ্যাং সদস্য মার্শাল, মেহেদী, সাগর, সালাউদ্দিন, সিফাত, ঈশান, কাইছারসহ ২০ থেকে ২৫ জন মিলে আমাকে মারধর শুরু করে। এ সময় আমার কাছে থাকা ১ লাখ ৯৬ হাজার টাকা ও দোকানের ১২ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় তারা। আমাকে মারতে মারতে তারা অনেক দূরে নিয়ে যায়।’

এরপরই কিশোর গ্যাং সদস্যরা শিবের হাটের বটতলী চার রাস্তার উপর ব্যবসায়ী আবদুর রহমান রাহাতের উপর হামলা করে। রাহাত জানান, আমি দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে আমার উপর স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা হামলা করে। তারা আমার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। আমার মোটরসাইকেলে ভাঙচুর চালায়।

জানতে চাইলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বলেন- ‘এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় এসেছেন। তাদের অভিযোগ শুনেছি। মামলার কাজ প্রক্রিয়াধীন।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!