সন্ত্রাসীর গুলিতে ৭ মামলার আসামির মৃত্যু

কক্সবাজারে হত্যা, ডাকাতি ও মাদকসহ ৭ মামলার আসামি ছৈয়দ হোসেন প্রকাশ গুরা পুতুর (৩৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ৷

শুক্রবার (১০ জুলাই) ভোরে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট থেকে গুরা পুতুর লাশ উদ্ধার করে সদর মডেল থানার পুলিশ। এসময় তার লাশের পাশ থেকে ২০০ পিস ইয়াবা, একটি দেশিয় তৈরি অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গুরা পুতু কক্সবাজার শহরের ঘোনারপাড়া বাদশাঘোনা এলাকার মৃত সাব্বির আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মাসুম খান।

তিনি জানান, শুক্রবার ভোরে সমুদ্র সৈকতের কবিতা চত্বর ও শৈবাল পয়েন্টের মাঝামাঝি ঝাউবাগানে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি চলছে এমন সংবাদ পেয়ে একদল পুলিশ সেখানে অভিযানে যান। পুলিশ অভিযানে গেলে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে মর্গে লাশ দেখে গুরা পুতু বলে শনাক্ত করেন তার পরিবার।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান কবির বলেন, গুরা পুতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদকসহ বিভিন্ন আইনে ৭টি মামলা রয়েছে। সে এতদিন পলাতক ছিল।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!