সনদ নেই তবুও ডাক্তার, কর্ণফুলীতে লাখ টাকা জরিমানা হল ভুয়া চিকিৎসকের

ডাক্তার না হয়েও নিজেকে রেজিস্টার্ড চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে চিকিৎসা সেবার নামে প্রতারণা করছিলেন সারথি নন্দী নামের একব্যক্তি। অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করে তাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার কলেজ বাজার এলাকার চট্টগ্রাম কমিউনিটি হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন।

তিনি বলেন, বিএমএ সনদ না থাকায় এক ডাক্তারকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-২৯ ধারার অধীনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কর্ণফুলী চক্ষু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯- এর ৪০ ধারার অধীনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, জনস্বাস্থ্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য এমন অভিযান অব্যাহত থাকবে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!