সদরঘাটে রেলওয়ের অভিযানে ১৬৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে অভিযোগ পেয়ে চট্টগ্রাম নগরীর সদরঘাটে উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ের ভূসম্পদ দপ্তর।

মঙ্গলবার (১৬ আগস্ট) রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগীয় ভূসম্পদ দপ্তর সরদঘাটের আইস ফ্যাক্টরি রোডে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায়।

অভিযানে ১৬৮টি অবৈধ সেমিপাকা ঘর ও দোকান উচ্ছেদ করে ০.২৫ একর জায়গা উদ্ধার করা হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট দুদকের শুনানিতে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে কলোনিতে বাসা নম্বর টি/৭৫ সংলগ্ন এলাকায় গড়ে তোলা হয়েছে বেশ কিছু অবৈধ দোকান ও ঘরবাড়ি। যা ভাড়া দিয়ে ফায়দা লুটছেন রেলওয়ের এক হিসাবরক্ষক।

এছাড়া রেলওয়ে ভূসম্পদ বিভাগের তালিকায় আরও ৬৪ জন অবৈধ দখলদারের নাম রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা মাহবুবুল করিমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!