সংশপ্তকের পারিবারিক কৃষিবিষয়ক মতবিনিময় সভা

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেছেন, পারিবারিক কৃষিকাজে এদেশের যুবকদের এগিয়ে আসতে হবে।

চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় সংশপ্তক, খাদ্যনিরাপত্তা নেটওয়ার্ক-খানি ও একশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় পারিবারিক কৃষিবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

এতে সভাপতিত্ব করেন সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী।

এমএ সালাম আরো বলেন, কৃষিকাজে উন্নয়নের ধারাবাহিকতা দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হয়েছে। কৃষিকাজের সাথে সাথে পারিবারিকভাবে বাড়ির আঙিনায় সবজি চাষ করার উপকারিতা, পারিবারিকভাবে কৃষির উন্নয়নে পরিবারের ভূমিকা অনেক বেশী এবং উপকারিতা ও পুষ্টিগুণও অনেক বেশী। তিনি কৃষিতে কর্মরত উন্নয়ন সংস্থাকে সহায়তা করার আশ্বাস প্রদান করেন।

সংশপ্তকের প্রোগ্রাম ম্যানেজার জয়নাব বেগম চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কর্মকর্তা জাহান উদ্দিন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা এসএম কামরুল হাসান চৌধুরী, বিএডিসি চট্টগ্রাম এর উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার দাশ, সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, কৃষিবিদ রফিকুল ইসলাম, পূর্বা’র সভাপতি বিজয় চক্রবর্তী, কৃষক প্রতিনিধি আবু তাহের, হাসান মনসুর ও স্বরূপানন্দ চক্রবর্তী, নিরাপদ নেটওয়ার্ক-খানির নির্বাহী সদস্য অগ্রদূত দাশগুপ্ত। এছাড়া ঘাসফুল, অগ্রযাত্রা, যুগান্তর, ব্রাইট বাংলাদেশ ফোরাম, ক্যাব, সংস্কৃতি কর্মী, যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!