সংবিধান দিবস উপলক্ষে বিজিসি আইন বিভাগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘সেন্ট্রাল ফর কমিউনিটি অ্যাওয়ারনেস (সিসিএর) উদ্যোগে সংবিধান দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

আইন বিভাগের চেয়ারম্যান নাজরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফসর আ.ন.ম ইউসুফ চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর রনজিত কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন বিভাগের কো-অর্ডিনেটর মো. সরওয়ার উদ্দীন, ডেপুটি রেজিস্ট্রার সালাহ উদ্দীন শাহরিয়ার, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক জাহেদ বিন রহিম।

BGC-Law-Department-02
সংবিধান দিবস উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালীর একাংশ

আইন বিভাগের প্রভাষক সিদরাতুল মুনতাহা তৃণার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা রুম্মান, সহকারী অধ্যাপক আবদুল হান্নান, সহকারী অধ্যাপক আসমা আল আমিন, তওহীদুল ইসলাম, আমিনুল হক সিদ্দীকি, খাদিজাতুল কোবরা।

সভাশেষে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!