সংবাদ প্রকাশের পর রেলওয়ের উচ্ছেদ অভিযান

টাইগারপাস রেলওয়ে কলোনিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ১৪টি সরকারি ভবনের ১১৮ টি ইউনিট দখলমুক্ত করে সিলগালা করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আরএনবি, বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা বোরহান উদ্দিন।

অভিযোগ রয়েছে— দীর্ঘদিন ধরে রেলওয়ের অসৎ কিছু কর্মচারী ও ক্ষমতাসীন দলের লোকজনের যোগসাজশে টাইগারপাস এলাকার রেলওয়ে সরকারি ভবন দখল করে তা বহিরাগতদের ভাড়া দিয়ে প্রতি মাসে ১০-১৫ লাখ টাকা অবৈধভাবে আয় করছিলো।
এ বিষয়ে চট্টগ্রাম প্রতিদিনের (২৭ অক্টোবর)সংবাদ প্রকাশিত হয়।রেল কর্তৃপক্ষের এ উচ্ছেদ অভিযানকে স্বাগত জানান সাধারণ জনগণ।সংবাদ প্রকাশের পর রেল কর্তৃপক্ষ ১১৮ টি ইউনিট দখলমুক্ত করে।

জেএস/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!