শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বাঁশখালীর শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন প্রাঙ্গনে এ প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়।

শ্রীমদ্ভাগবদ পাঠ ও ভক্তসমাবেশে সভাপতিত্ব করেন শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাঁশখালী শাখার সভাপতি ডা. প্রবীর শংকর দাশ। প্রধান অতিথি ছিলেন শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের বৃহত্তর চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা শ্রী লক্ষীপদ দাশ।

অধ্যাপক শ্যামল রুদ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান আলোচক ছিলেন বান্দরবনের রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি শ্রী অমল দাশ, মুখ্য আলোচক ছিলেন শ্রীকৃষ্ণ ভক্তসংঘ বৃহত্তর চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সভাপতি চন্দন দাশ। স্বাগত বক্তব্য রাখেন রামেন্দ্র রায় চৌধুরী।

মহান অতিথি ছিলেন ভারতের কাশ্মী বিশ্বনাথ মন্দিরের পুরোহিত শ্রীমৎ অনঘানন্দপুরী মহারাজ, ভারতের হরিদ্বার মন্দিরের সন্ন্যাসী শ্রীমৎ করণপুরী মহারাজ।

বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন রনজিত দেব, পুলিন বিহারী সুশীল, তেজেন্দ্র লাল সুশীল, সজল পাল, অনিল বসাক, রিপন দাশগুপ্ত, মিলন দাশগুপ্ত, বাঁশি মোহন দাশ, মিলন চৌধুরী মাখন, শিক্ষিকা সাথী রায়, লিটন আইচ, তপন দাশ প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!