চান্দগাঁও হাজী মিন্নত আলী মুন্সি জামে মসজিদ উদ্বোধন করলেন হাসান মাহমুদ

চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি ও কাশেম নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরী বলেছেন, মুমিনের নামাজ, কোরবানিসহ জীবনের সকল কাজ আল্লাহর ওয়াস্তে হতে হবে। যারা প্রকৃত মুমিন তারাই আল্লাহর সন্তুষ্টি অর্জনকে একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করে থাকে। মানবসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই কাশেম নূর ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

ধর্মপ্রান মুসল্লিদের সুবিধার্থে নগরীর চান্দগাঁও শমসের পাড়া হাজী মিন্নত আলী মুন্সি জামে মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ চৌধুরী বলেন, আমার পরিবারের সদস্যসহ পিতা-মাতার ইছালে সাওয়াবের জন্য যা কিছু করা প্রয়োজন সবই করার জন্য আমরা প্রস্তুত। মসজিদের খেদমতের মাধ্যমে মুসল্লিদের দোয়া নিয়ে আমরা আরো এগিয়ে যাবে।

শুক্রবার (৩ মে) মসজিদের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনী করা হয়। চান্দগাঁও থানার শমসের পাড়া নবনির্মিত হাজী মিন্নত আলী মুন্সি জামে মসজিদের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল আলম।

উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সহ সভাপতি ও এনএএফএল প্রপাটির্জের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আহসানুল করীম, আলহাজ্ব ইউসুফ সিকদার, ইঞ্জিনিয়ার মো. ইসমাঈল।

প্রধান ওয়ায়েজ ছিলেন জামেয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার উপাধ্যক্ষ ড. মাওলানা লিয়াকত আলী আল কাদেরী।

অতিথি ছিলেন মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, ফজলে আহামদ, চন্দ্রিমা আবাসিকের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, মাওলানা ওসমান, মাহবুবুল আলম, গাউসিয়া কমিটির সভাপতি মনছুর সিকদার প্রমুখ।

জুমার নামাজ শেষে হাজী মিন্নত আলী মুন্সি জামে মসজিদের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরী। ফলক উম্মোচন শেষে মসজিদের খতিব সাহেব মোনাজাত পরিচালনা করেন। কাশেন নূর ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় নির্মিত মসজিদটিতে প্রতিদিন হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!