চট্টগ্রামে পাটের ব্যাগ ব্যবহার উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন

চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের এবং জলাবায়ু পরিবর্তনের অন্যতম কারণ পলিথিন। সেই পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে সচেতনতার পাশাপাশি পাটের ব্যাগ ব্যবহার করতে উদ্বুদ্ধ করে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছে একটি সংগঠন।

কাজির দেউড়ি বাজারে পাটের ব্যবহারে করতে উদ্বুদ্ধ করছেন সংগঠনটির সদস্য
কাজির দেউড়ি বাজারে পাটের ব্যবহারে করতে উদ্বুদ্ধ করছেন সংগঠনটির সদস্যরা

শনিবার (২০ জুলাই) দুপুরে নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজারে আগত ক্রেতা সাধারণের মাঝে এ কার্যক্রম চালায় ‘চট্টলার অধিকার ফোরাম’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনের প্রধান নির্বাহী মোহাম্মদ কায়ছার আলী চৌধুরীর নেতৃত্বে এ সময় বাজারে আগত ক্রেতা সাধারণদের পলিথিন ব্যাগের পরিবর্তে কাপডের ব্যাগ, টিস্যু ব্যাগ ও পাটের ব্যাগ বিনামূল্যে প্রদান করা হয়।

এ কাস্পেইনে অংশগ্রহণ করেন ইয়াং-বাংলার জেলা কোর্ডিনেটর ফয়সাল কাশেমি, সম্মিলিত সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শহীদ, চট্টলার অধিকার ফোরাম এর পরিচালক আদিল কবির, নুসরাত জাহান, মোহাম্মদ নেসার, জিয়াউর রিপন, মো. উল্লাস, নুর মোহাম্মদ, মিজানুর রহমান প্রমুখ।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!